রায়গঞ্জ

রায়গঞ্জে তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ , পালটা অভিযোগ কাউন্সিলরের

দুই পক্ষের মধ্যে গন্ডগোলে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের ২৫ নম্বর ওয়ার্ডে। সদ্য বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলরের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল।

 

Bengal Live রায়গঞ্জঃ তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠল রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জে। কাউন্সিলরের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন জখম তৃণমূল কর্মী অভিজিৎ সরকার। পালটা তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধর করার অভিযোগ করেছেন কাউন্সিলর অসীম অধিকারী।

জানা গেছে, এদিন সকালে বাজার যাচ্ছিলেন তৃণমূল কর্মী অভিজিৎ সরকার। অভিযোগ, সেই সময় কাউন্সিলর তাঁকে ডেকে মারধর করে। জখম তৃণমূল কর্মী অভিজিৎ সরকারের অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার জন্য বেশ কিছু দিন থেকেই চাপ দিচ্ছিল কাউন্সিলর। তাঁর প্রস্তাবে রাজি না হওয়াতেই মারধর করেছে। বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেন অভিজিৎ সরকার।

এদিকে তৃণমূল কর্মীর অভিযোগ অস্বীকার করে পালটা অভিজিৎ সরকারের বিরুদ্ধেই মারধর করার অভিযোগ এনেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলর অসীম অধিকারী। তাঁর অভিযোগ, প্রতিনিয়ত এলাকার সবাইকে হুমকি দিয়ে যাচ্ছিল। আগ্নেয়াস্ত্র নিয়ে সবসময় ঘোরাফেরা করছে ওই যুবক। সবাইকে মারার হুমকি দিচ্ছে। আমাকেও আজ মারধর করেছে। মন্দির জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। গতকালই রায়গঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছে অভিজিতের বিরুদ্ধে।

Related News

Back to top button