ডায়ালিসিস পরিষেবা বন্ধ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে

ডায়ালিসিস পরিষেবা বন্ধ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে

Bengal Live রায়গঞ্জঃ আচমকা মেশিন বিকল হয়ে যাওয়ার কারণে বৃহস্পতিবার থেকে বন্ধ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডায়ালিসিস ইউনিট। মেডিক্যাল সূত্রে জানা গেছে, ডায়ালিসিস ইউনিটের রিভার্স অসমোসিস প্ল্যান্ট বিকল হয়ে পড়েছে। মেরামত করার জন্য কলকাতায় খবর পাঠানো হয়েছে। এদিকে মেশিন বিকল হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়ছেন রায়গঞ্জ শহর তথা জেলার বিভিন্ন প্রান্তের কিডনির রোগে আক্রান্ত রোগীরা।

শীততাপ নিয়ন্ত্রিত ডায়ালিসিস ইউনিটে পাঁচটি শয্যা ব্যবস্থা রয়েছে। সেখানেই কিডনির রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ডায়ালিসিদ করা হয়। মেডিক্যাল কলেন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ডায়ালিসিস ইউনিটের রিভার্স অসমোসিস প্ল্যান্ট বিকল হয়ে পড়ে। বিভাগে কর্মরত টেকনিশায়ানরা প্রাথমিক সবরকম চেষ্টা করেন মেরামতি করার জন্য। তবে তাঁদের সকল চেষ্টাই ব্যার্থ হয়। এরপরেই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কলকাতায় খবর পাঠানো হয়।

ফলে কলকাতা থেকে ইঞ্জিনিয়াররা এসে মেরামত না করা পর্যন্ত তাই এই পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

এক রোগীর আত্মীয় ক্ষীরোদ সরকার বলেন, প্রতি সপ্তাহে দুইদিন ডায়ালিসিসের জন্য রোগীকে আনা হয় হাসপাতালে। কিন্তু শনিবার রোগীকে হাসপাতালে আনার পর জানতে পারি মেশিন বিকল থাকায় পরিষেবা বন্ধ রয়েছে। এরপর বাধ্য হয়ে বেসরকারি একটি ল্যাবে ডায়ালিসিস করানোর জন্য রোগীকে নিয়ে যাওয়া হয়।

এই বিষয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি সুরজিৎ মুখোপাধ্যায় বলেন, বিষয়টি সম্পর্কে শুনেছি। খোঁজ নিয়ে দেখছি কী পরিস্থিতিতে রয়েছে।

Exit mobile version