রায়গঞ্জ

তৃণমূল জিতলে উন্নয়নে ভরিয়ে দেবে রাজ্য,প্রতিশ্রুতি শুভেন্দুর

তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহের প্রচারে এসে একইদিনে দুই জায়গায় সভা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হলে উন্নয়নে ভরিয়ে দেবে রাজ্য বলে প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

Bengal Live রায়গঞ্জঃ ” তৃণমূল কংগ্রেসকে ভোট দিন কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় উন্নয়নে ভরিয়ে দেবে রাজ্য সরকার। যদি উন্নয়ন না হয় আগামী ২০২১ সালে আমি আর রাজীব বন্দোপাধ্যায় আপনাদের কাছে ভোট চাইতে আসবনা”। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এক জনসভায় যোগ দিতে এসে এমনই বক্তব্য রাখলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।

কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে প্রচারে এসে এদিন তরঙ্গপুর ও বাজেৎপুর এলাকায় দুটি জনসভায় যোগ দেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। কালিয়াগঞ্জের বাজিতপুরের মাঠে বিশাল ওই জনসভায় মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য, রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দিপ বিশ্বাস সহ অন্যান্য।

আগামী ২৫ নভেম্বর রাজ্যের আরও দুটি বিধানসভা উপনির্বাচনের সাথে কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন হতে চলেছে। এদিন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কংগ্রেস বিজেপিকে ভোট দেওয়া মানে নোটায় ভোট দেওয়া। তাই নিজেদের ভোট নষ্ট না করে রাজ্যের উন্নয়নের শরীক হতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন করেন। এই বিধানসভার উপনির্বাচনে তপন দেব সিংহ প্রার্থী নয়, প্রার্থী হচ্ছে জোড়া ফুল চিহ্ন। জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দোপাধ্যায়ের হাতকে শক্ত করার আহ্বান জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Related News

Back to top button