রায়গঞ্জ

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর রায়গঞ্জের নার্সিংহোমে

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর রায়গঞ্জের নার্সিংহোমে

Bengal Live. রায়গঞ্জঃ এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রায়গঞ্জ। ব্যাপক ভাঙচুর চালানো হলো রায়গঞ্জ ইন্দিরা কলোনী এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে। উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। এদিকে ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত হয়ে নার্সিংহোম ছেড়ে চলে যাচ্ছেন অন্যান্য রোগীরা। তাঁদের আত্মীয়দের দাবী, উত্তপ্ত পরিস্থিতি নার্সিংহোমের। আমরা আতঙ্কিত হয়ে অন্যত্র রোগীদের নিয়ে যাচ্ছি।

জানা গেছে, শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে লক্ষণিয়া এলাকার বাসিন্দা প্রতিমা রানী হাঁসদা ভর্তি হন ওই নার্সিংহোমে। রবিবার প্রতিমা দেবী এক সন্তানের জন্মও দেন। প্রতিমা দেবীর পরিবারের অভিযোগ রোগীর সাথে তাদের দেখা করতে দেয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। এরপর বিকেলে রোগী মৃত্যুর খবর দেওয়া হয়। এবং তাদের মৃতদেহ হস্তান্তর করে দেওয়া হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছেন মৃতার আত্মীয়রা।

এরপরেই এদিন সকালে রোগীর পরিজনেরা নার্সিংহোমে এসে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায়। পরিস্থিতি স্বাভাবিক করেন তাঁরা। এদিকে ঘটনার জেরে আতঙ্কিত হয়ে একে একে অন্য রোগীরাও নার্সিংহোম ছেড়ে চলে যান৷ ঘটনার পর নার্সিংহোম কর্তৃপক্ষের কাউকে সেখানে পাওয়া যায়নি।

এই বিষয়ে নার্সিংহোমের ম্যানেজার সুব্রত মুখার্জীর দাবী, আচমকা রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নার্সিংহোমের পক্ষ যথেষ্ট চেষ্টা করা হয়। একাধিক চিকিৎসককে দেখিয়ে রোগীকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। কিন্তু রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। এরপর মৃতদেহ রোগীর পরিজনেরা নিয়ে চলে যান। তখন কোনও বিক্ষোভ দেখায় নি কেউ, অভিযোগও ছিল না কারোর। এরপর এদিন সকালে কিছু মানুষ এসে ভাঙচুর করে নার্সিংহোমে। কর্মীদের উপর হামলা চালানোর পাশাপাশি বহু নথি নষ্ট করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন সুব্রত বাবু।

Related News

Back to top button