রায়গঞ্জ পুরসভার কাউন্সিলরকে বহিষ্কারের ঘোষণা তৃণমূলের

বিধানসভা নির্বাচনের মুখে কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করল উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস।

 

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ পুরসভার কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। বহিষ্কার করা হলো ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিল অসীম অধিকারীকে।
বুধবার জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। মূলত দলবিরোধী কাজ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কানাইয়ালাল আগরওয়াল জানান, শুভেন্দু অধিকারীর দল ছাড়ার পর থেকেই দলের থেকে দূরত্ব বাড়িয়ে ছিলেন তিনি। তাঁকে দলীয় বৈঠকে ডাকা হলেও তিনি আসেন নি। বিধানসভা নির্বাচনের দেওয়াল লিখনও করেন নি এখনও। সময় চেয়েছিলেন, কিন্তু সেটাও পেরিয়ে যাওয়ায় সর্বসম্মতিক্রমে অসীম অধিকারীকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Exit mobile version