রায়গঞ্জ-কলকাতা সকালের ট্রেনের দাবিতে রেল মন্ত্রীর কাছে দেবশ্রী চৌধুরী

রায়গঞ্জ-কলকাতা সকালের ট্রেনের দাবিতে রেল মন্ত্রীর কাছে দেবশ্রী চৌধুরী

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ-কলকাতা সকালের ট্রেনের দাবিতে রেল মন্ত্রীর দরবারে রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি। সকালে রায়গঞ্জ-কলকাতা ট্রেন চলাচলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বৃহস্পতিবার রেলমন্ত্রী পীযূষ গোয়েলের কাছে লিখিতভাবে আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি।

টেলিফোনে এদিন বেঙ্গল লাইভকে দেবশ্রী বলেন, “রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর বাসীর সকালের ট্রেনের দাবি দীর্ঘদিনের। এলাকার মানুষের সেই দাবির কথাই আজ রেলমন্ত্রীর কাছে লিখিতভাবে জানিয়েছি। এবং যত দ্রুত সম্ভব এই সুবিধা রায়গঞ্জবাসীকে পৌঁছে দেওয়ার আর্জি করেছি।”

Exit mobile version