ব্যাঙ্কের সিএসপি কর্মীকে অপহরণ রায়গঞ্জে, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
দিনের আলোতে এক ব্যক্তিকে অপহরণ করার অভিযোগ উঠল রায়গঞ্জে। ঘটনার তদন্তে পুলিশ।
Bengal Live রায়গঞ্জঃ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিককে অপহরণ করার অভিযোগ উঠল রায়গঞ্জে। অভিযোগ, শনিবার দুপুরে ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক বাসু দাসকে বাড়ির সামনের অফিস থেকে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম পঞ্চায়ত এলাকায়। রাতের অপহৃত ব্যক্তির স্ত্রী রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে, রোজকার মতন বাড়ির সামনেই গ্রাহক পরিষেবা কেন্দ্রে কাজ করছিলেন বাসু দাস। দুপুর নাগাদ বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাসু দাসকে বলপূর্বক তুলে নিয়ে যায়। অপহৃত ব্যক্তির স্ত্রী মণীষা দেবীর অভিযোগ, তিনটি ছোট গাড়িতে চেপে দুষ্কৃতীরা এসেছিল। এরপর গ্রাহক পরিষেবা কেন্দ্রের ভেতর থেকে বলপূর্বক বাসু বাবুকে তুলে নিয়ে যায়। পরিবারের লোকেরা সেই সময় বাধা দিতে এলে মারধর করা হয় বলে অভিযোগ মণীষা দেবীর।
এই ঘটনার পরেই রায়গঞ্জ থানায় ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন মণীষা দেবী। ঘটনার তদন্ত শুরু করেছেন রায়গঞ্জ থানার পুলিশ৷ জানা গেছে, ঘটনাস্থলের একটি সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ৷