রায়গঞ্জ

রাতের অন্ধকারে দুষ্কৃতীদের নিশানায় সিসি ক্যামেরা, চাঞ্চল্য রায়গঞ্জে

সিসি ক্যামেরা ভাঙার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জের সুপার মার্কেটে।

Bengal Live রায়গঞ্জঃ রাতের অন্ধকারে রায়গঞ্জের এক ওষুধের দোকানের সিসি ক্যামেরা ভাঙচুর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জের সুপার মার্কেটের ৪ নম্বর ব্লকে। ঘটনায় ক্ষুব্ধ ও নিরাপত্তার অভাব বোধ এলাকার ব্যবসায়ীদের। অভিযোগ দায়ের রায়গঞ্জ থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ওষুধ ব্যবসায়ী কিশোর দাস জানান, নিজের দোকান ও আশপাশের দোকানের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা দুটো লাগিয়ে ছিলেন তিনি। ঝড় বৃষ্টির আবহ থাকায় গত রাতে দোকান বন্ধ করার সময় সিসি ক্যামেরা বন্ধ করে দেন । এদিন সকালে দোকানে আসতেই দেখেন ক্যামেরা দুটো ভাঙা এবং দোকানের বোর্ডও ভাঙা। এরপরেই ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যদের নিয়ে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। রাতের অন্ধকারে ওই এলাকায় নেশাগ্রস্তদের আড্ডা জমে রোজ। ক্যামেরা থাকার কারণে তাদের কাজে বাধা পড়ছিল বলেই এই কাজ বলে অনুমান অন্যান্য ব্যবসায়ীদের৷ পুরো ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার ব্যবসায়ীরা।

Related News

Back to top button