সার্টিফিকেট দেখাতে পারলে মমতা-মোদীকেও চাকরি দেবো- দীপ্সিতা

ষষ্ঠ দফার ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে উত্তর দিনাজপুরে দীপ্সিতা ধর। শনিবার চোপড়া বিধানসভা কেন্দ্রে সভা করেন তিনি৷ রবিবার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুই জায়গায় পথ সভা করেন বালি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী দীপ্সিতা ধর।
রায়গঞ্জের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ইসলামপুরে
Bengal Live কালিয়াগঞ্জঃ ষষ্ঠ দফা নির্বাচনের আগে শেষ রবিবাসরীয় প্রচারে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রভাস সরকারের প্রচারে এলেন সিপি(আই)এম নেত্রী দীপ্সিতা ধর। কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার দুই জায়গায় এদিন পথ সভা করেন দীপ্সিতা। প্রথমে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে একটি সভায় বক্তব্য রাখেন সিপিএম নেত্রী। এরপর কুনোর বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায় আরও একটি সভা করেন তিনি। দুই সভাতেই উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার।
আমে ওজন বাড়বে নাকি কমবে ? জানুন বিশদে।
এদিন কুনোরের সভায় বক্তব্য রাখতে গিয়ে দীপ্সিতা ধর বলেন, আমরা সরকারে এলে শিল্প হবে, কলকারখানা হবে, কলেজ, বিশ্ববিদ্যালয় হবে৷ কোনও গ্রামের মানুষকে কাজের জন্য বাইরে যেতে হবে না। মমতা ব্যানার্জী আর নরেন্দ্র মোদী যদি ঠিকমতন সার্টিফিকেট দেখাতে পারেন, তাহলে তাঁদেরও দুটো চাকরি দিয়ে দেবো। এদিন সভামঞ্চে বক্তব্য রাখতে দিয়ে দীপ্সিতা বলেন, দিদি মোদী ধর্ম নিয়ে রাজনীতি করছে। একে অপরের বিরুদ্ধে লড়াতে চাইছে। ধর্ম কর্ম নিয়ে আমরা কাউকে রাজনীতি করতে দেবো না।
https://www.facebook.com/watch/?v=267525305092300