রায়গঞ্জ

প্রয়াত নেতার স্মরণে রক্ত দিলেন কর্মী-সমর্থকরা

করোনা পরিস্থিতির কারণে রক্তদান শিবিরের সংখ্যা কমে গেছে। ফলে প্রায়ই রক্ত সঙ্কটে পড়তে হচ্ছে রায়গঞ্জ মেডিক্যালের ব্লাড ব্যাঙ্ককে। রক্তের অভাব মেটাতে প্রয়াত নেতার মৃত্যুদিনে রক্তদান করলেন অনুগামীরা। উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা মহম্মদ সেলিম।

Bengal Live রায়গঞ্জঃ করোনা পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্কের রক্ত সংকট দূর করতে এগিয়ে এল সিপিএমের রায়গঞ্জ শহর লোকাল কমিটি। শুক্রবার প্রয়াত সিপিএম নেতা অনিরুদ্ধ ভৌমিকের মৃত্যুবার্ষিকীতে রায়গঞ্জের ইনস্টিটিউট প্রাঙ্গনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল, সিটু নেতা পরিতোষ দেবনাথ, সিপিএম নেতা দিলীপ নারায়ন ঘোষ সহ অন্যান্যরা।

পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু রায়গঞ্জে

রক্তদান শিবিরে প্রায় ১৫০ জন সিপিএম কর্মী রক্তদান করেন বলে দাবি আয়োজকদের। ভার্চুয়াল উপস্থিতি ও বক্তব্যের মাধ্যমে এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, করোনা আবহে প্রথম থেকেই সিপিএম এবং বামফ্রন্টের পক্ষ থেকে প্রচুর রক্তদান শিবির করা হয়েছে। অসংখ্য সাধারণ মানুষ এই করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজ রায়গঞ্জের প্রয়াত সিপিএম নেতা অনিরুদ্ধ ভৌমিকের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এবং করোনা পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্কের রক্ত সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

Related News

Back to top button