রায়গঞ্জ

মৃত পরিযায়ী শ্রমিক, অসহায় পরিবারের পাশে বাম যুব সংগঠন

মুম্বাই ফেরৎ মৃত পরিযায়ী শ্রমিক মজিরুল শেখের পরিবারের পাশে দাঁড়াল বামপন্থীরা। হাতে তুলে দেওয়া হল এক মাসের খাদ্যসামগ্রী।

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জে আত্মঘাতী পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই। রবিবার মৃত শ্রমিক মজিরুল শেখের বাবার হাতে একমাসের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিল ডিওয়াইএফআই। ৫০ কেজি চাল , আলু, ৫ কেজি ডাল, ২ কেজি তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিওয়াইএফআই জেলা সম্পাদক কার্তিক দাস। শনিবার দিনই মৃতের পরিবারের সাথে দেখা করে আসেন জেলা সিপিএম সম্পাদক অপূর্ব পাল। মজিরুল শেখের দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি।

ছোট পর্দায় আসছেন মহিলা গোয়েন্দা দময়ন্তী

শুক্রবার বাহিন গ্রাম পঞ্চায়েতের কুমারজোলে মজিরুল শেখের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ পরিবারের দাবি, করোনার সময় মুম্বাই থেকে কাজ ছেড়ে কোনও রকমে বাড়িতে ফিরে এসেছিলেন মজিরুল। এরপর জমানো অর্থ দিয়ে কয়েকমাস সংসার টানার পর নতুন কোনও আয়ের উৎস না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। দুই সন্তান ও সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে প্রচন্ড আর্থিক কষ্টে ছিলেন মজিরুল বলে জানিয়েছেন তাঁর ভাই রেজাউল হক। রেজাউলের দাবি, আর্থিক অনটনের জেরে মানসিক অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তাঁর ভাই।

Related News

Back to top button