রায়গঞ্জ

কোভিড ১৯ঃ গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে আক্রান্ত ১৪৭,রায়গঞ্জে ৪১

গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত ১৪৭ জন। রায়গঞ্জ পুর এলাকায় আক্রান্ত ৪১ জন।

 

Bengal Live ডেস্কঃ গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত ১৪৭ জন। জেলার পাশাপাশি করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল রায়গঞ্জেও। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রায়গঞ্জ পুর এলাকায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪১ জন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন থেকে জানা গেছে,এখনও পর্যন্ত উত্তর দিনাজপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৬৩৩। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯১ জন। এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ৭৪১৪ জন। করোনা মৃত্যু হয়েছে ৭৯ জনের৷ চিকিৎসাধীন ও হোম আইসোলেশনে রয়েছেন ১১৪০ জন।

এদিকে রায়গঞ্জ পুরসভা এলাকায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও ৪১ জন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, পুরসভার ৭,১০,১৫, ১৭ ও ২৭ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন ১ জন করে। ৫,১৪,১৬,২১,২২ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন ২ জন করে। ৩ জন আক্রান্ত হয়েছেন ৩ ও ১৮ নম্বর ওয়ার্ডে। ২৪ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন ৪ জন। ১৯ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন ৫ জন। ২ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন ৯ জন।

Related News

Back to top button