রায়গঞ্জ

৩ করোনা পজিটিভের হদিস উত্তর দিনাজপুরে

এই মুহূর্তের সব থেকে বড় খবর। তিন করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলল উত্তর দিনাজপুরে। সূত্রের খবর, রায়গঞ্জ ও হেমতাবাদে খোঁজ মিলেছে তিন করোনা রোগীর।

Bengal Live রায়গঞ্জঃ লকডাউনের মাঝেই ঘটে গেল বিপত্তি। গ্রিন জোনে থাকা উত্তর দিনাজপুরে থাবা বসালো করোনা। গ্রিন জোন থেকে রেড জোনের দিকে উত্তর দিনাজপুর। তিন করোনা আক্রান্তের হদিস মিলল উত্তর দিনাজপর জেলায়। জেলা প্রশাসন সূত্রে খবর, রায়গঞ্জ ও হেমতাবাদে তিন করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে।

ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলার প্রশাসনিক মহলে। করোনা পজিটিভের হদিস মিলতেই তৎপরতা তুঙ্গে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তাদের মধ্যে।

Related News

Back to top button