রায়গঞ্জ

‘আমার করোনা হয়েছে’, ফুটপাথে শুয়ে থাকা ব্যক্তির চিৎকারে চাঞ্চল্য রায়গঞ্জে

‘আমার করোনা হয়েছে’ ফুটপাথে শুয়ে থাকা ব্যক্তির চিৎকারে চাঞ্চল্য রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে। পুর প্রশাসন ও পুলিশের উদ্যোগে ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়৷

Bengal Live রায়গঞ্জঃ “আমার করোনা হয়েছে” — ফুটপাথে শুয়ে থাকা এক ব্যক্তির এমন চিৎকারে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ট্রাফিক পয়েন্ট লাগোয়া এলাকায়৷ মুহূর্তে হুলুস্থুল শুরু হয়ে যায় ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সুদর্শনপুরে। ছুটে আসেন ট্রাফিক পুলিশের কর্মীরা৷ খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরকে। পুলিশ ও রায়গঞ্জ পুরসভার উদ্যোগে পরে ওই ব্যক্তিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ট্রাফিক পুলিশ সূত্রে জামা গেছে, এদিন বিকেল নাগাদ তাপস দাস নামে এক ব্যক্তি আচমকাই অসুস্থ হয়ে পড়েন। “আমার করোনা হয়েছে” বলে চিৎকার শুরু করেন৷ এরপরেই রায়গঞ্জ পুলিশ ও পুর প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সমাজসেবী তথা এলাকার বাসিন্দা কৌশিক ভট্টাচার্য।

কৌশিক ভট্টাচার্য বলেন, অসুস্থ ব্যক্তির নাম তাপস দাস। তিনি পেশায় অটো চালক। কালিয়াগঞ্জের বাঘনে তাঁর বাড়ি, কিন্তু রায়গঞ্জের অশোকপল্লী এলাকায় তিনি ভাড়া থাকেন। তাপস বাবু আতঙ্কিত হয়ে রয়েছেন। তাই সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না।

রায়গঞ্জ পুরসভার সিআইসি সদস্য নয়ন দাস বলেন, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এক ব্যক্তি শিলিগুড়ি মোড়ের ফুটপাথে অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছে। করোনা হয়েছে বলে দাবি করছেন তিনি। এই খবর পাওয়ার পরেই পুরপতি সন্দীপ বিশ্বাসকে বিষয়টি জানাই। পুরসভার স্বাস্থ্য কর্মীরা ওই ব্যক্তিকে প্রাথমিক পরীক্ষা করলে তাঁর শরীরে জ্বরের লক্ষণ পাওয়া যায়নি৷ পরে অ্যাম্বুলেন্স করে পুলিশের সাহায্য নিয়ে অসুস্থ ব্যক্তিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়৷

Related News

Back to top button