উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত বেড়ে ৪৫০
উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৫০। গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের শরীরে মিলল কোভিড ১৯ সংক্রমণ।
Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫০ । গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর জেলায় আরও ১৪ জনের শরীরে মিলেছে করোনা সংক্রমণ। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন প্রকাশ পেতেই এই তথ্য সামনে এসেছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩৩০ জন। কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৯ জন।
রাজ্যের করোনা বুলেটিন সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ এখনও পর্যন্ত ধরা পড়েছে মালদায়। ১২১১ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। সুস্থ হয়েছেন ৮০৪ জন। চিকিৎসাধীন রয়েছেন ৪০০ জন। করোনায় মৃত্যু হয়েছে সাতজনের। মালদার পরেই রয়েছে দার্জিলিঙ জেলা। বুলেটিন সূত্রে জানা গেছে, দার্জিলিঙ জেলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৯৪৫ জন। সুস্থ হয়েছেন ৫৮৭ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। চিকিৎসাধীন রয়েছেন ৩৪৫ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে উত্তরবঙ্গে তৃতীয় স্থানে রয়েছে জলপাইগুড়ি জেলা। ৫৭৭ জনের শরীরে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ মিলেছে। চতুর্থ স্থানে রয়েছে উত্তর দিনাজপুর। এদিকে দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং-এ আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৬৯,৩৬০,২০৫, ৫৭।