মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে হুলুস্থুল কাণ্ড, হুড়োহুড়ি রায়গঞ্জে
মাত্র কয়েকমিনিটের মধ্যেই শেষ হয়ে গেল প্রায় দুই হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। হুড়োহুড়ি, হুলুস্থুল পরিস্থিতি রায়গঞ্জে।
Bengal Live রায়গঞ্জঃ কয়েক মিনিটের মধ্যেই শেষ প্রায় দুই হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার। করোনা আতঙ্কে মাস্ক বিলির খবর পেয়েই কার্যত ঝাঁপিয়ে পড়ল রায়গঞ্জবাসী। মাস্কের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার নিতেও হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ বাসিন্দা ও পথ চলতি জনতার মধ্যে।
মঙ্গলবার উত্তর দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয় রায়গঞ্জে। জেলায় প্রথম রায়গঞ্জের লাইন বাজার এলাকায় অস্থায়ী ক্যাম্প তৈরি করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করার কর্মসূচি নেয় যুব তৃণমূল কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌতম পাল, তৃণমূল নেতা সানকিন দাস সহ অন্যন্যরা।
গৌতম পাল বলেন, নোভেল করোনা ভাইরাস মহামারীর রূপ নিয়েছে সমগ্র বিশ্বজুড়ে। রাজ্য সরকার করোনা সতর্কতায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এদিন দলীয় ভাবে করোনা সতর্কতায় সাধারণের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠান করা হয়। কয়েক মিনিটের মধ্যেই প্রায় দুই হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কর্মসূচির অন্যতম উদ্যোক্তা সানকিন দাস।