কোভিড আপডেটঃ উত্তর দিনাজপুরে নতুন করে আক্রান্ত ১৯৭, সুস্থ ১০১, রায়গঞ্জে আক্রান্ত ৫৪ জন
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৯৯২ জন। সুস্থ হয়েছেন ৯৭৭৫ জন। আক্রান্তের নিরিখে উত্তরবঙ্গে এগিয়ে দার্জিলিঙ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার।
Bengal Live ডেস্কঃ গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত ১৯৭ জন। রায়গঞ্জ পুরসভা এলাকায় আক্রান্ত ৫৪ জন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন সূত্রে জানা গেছে, উত্তর দিনাজপুর জেলায় মোট আক্রান্ত ৯০৩৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০১ জন। মোট সুস্থ হয়েছেন ৭৬২২। মৃত্যু হয়েছে ২ জনের। এখনও পর্যন্ত জেলায় ৮১ জনের মৃত্যু হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন সূত্রে জানা গেছে উত্তরবঙ্গে দার্জিলিঙ জেলায় সবথেকে বেশি আক্রান্তের হদিশ মিলেছে৷ গত ২৪ ঘন্টায় দার্জিলিঙে আক্রান্ত হয়েছেন ৩০১ জন। মোট আক্রান্ত ২২১৭৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯১ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
মালদায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬৪৪ জন। সুস্থ হয়েছেন ৪০৭ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্ত ১৯৭৯৬ জন। সুস্থ হয়েছেন ১৫৫৯০ জন। এদিকে জলপাইগুড়িতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২১৭ জন, আলিপুরদুয়ারে ২৪, কোচবিহারে ১৬৩, কালিম্পং-এ ১৮, দক্ষিণ দিনাজপুর জেলায় ১২৬ জন। আক্রান্তের পাশাপাশি সুস্থও হয়েছেন অনেকে।