কাউন্সিলরের উদ্যোগে বিনামূল্যে সবজি বাজার রায়গঞ্জে
দরিদ্র বাসিন্দাদের জন্য বিনামূল্যে সবজি বাজারের আয়োজন করল রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর অর্ণব মন্ডল। বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হল কোয়াস, পটল, মিষ্টি কুমড়ো সহ অন্যান্য শাকসবজি।
Bengal Live রায়গঞ্জঃ বাসিন্দাদের জন্য বিনামূল্যে সবজি বাজারের আয়োজন করল রায়গঞ্জ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্ণব মন্ডল। সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার ৮০০ দরিদ্র মানুষের হাতে কোয়াস,মিষ্টি কুমড়ো, পটল,কাঁচা লঙ্কা, পেঁয়াজ,আদা, রসুন, ঢেঁড়স,শাক, ডিম ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস , ১৩নং ওয়ার্ডের কাউন্সিলার পায়েল সাহা মন্ডল, ১৪নং ওয়ার্ডের কাউন্সিলার অনিরুদ্ধ সাহা সহ অন্যান্যরা। প্রত্যেক পরিবারকে বিভিন্ন সবজি ৫০০ গ্রাম করে দেওয়া হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গিয়েছে।
কাউন্সিলর অর্ণব মন্ডল বলেন, দীর্ঘদিন থেকে লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়েছেন ওয়ার্ডের অনেক বাসিন্দা। সংসারে আর্থিক অনটন দেখা দিয়েছে। এলাকার কাউন্সিলর হিসেবে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।