রায়গঞ্জে কুলিক প্লাবিত এলাকায় দুর্গতদের ত্রান দিলেন ওয়ার্ড কাউন্সিলর

বৃষ্টি ও কুলিকের জলে ডুবেছে ঘরবাড়ি। মানুষ আশ্রয় নিয়েছেন ত্রান শিবিরে। দুর্গতদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন রায়গঞ্জের ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস।

Bengal Live রায়গঞ্জঃ কুলিক নদীর জলে প্লাবিত দুর্গত মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস। দক্ষিণ বীরনগর এলাকার কিছু বাড়িতে বৃষ্টি ও নদীর জলে জমে যাওয়ার কারণে গৃহহীন হয়ে পড়েছেন অনেকে। ঘর ছেড়ে ত্রান শিবিরে আশ্র‍য় নিয়েছেন অনেকে। এদিন ত্রান শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন স্থানীয় কাউন্সিলর।

একটানা প্রবল বর্ষণের কারণে কুলিক নদীর জলে প্লাবিত হয়েছে রায়গঞ্জ পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের একাংশ। রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বীরনগর এলাকার বেশ কিছু বাড়িতেও জল প্রবেশ করে। এদিন চাল, ডাল, তেল, নুন, আলু ও সোয়াবিন এবং হাত ধোওয়ার জন্য একটি করে সাবান তুলে দেওয়া হয় দুর্গত মানুষদের হাতে।

Exit mobile version