রবির জন্মদিনে শিশুদের চকোলেট বিলি করলেন রায়গঞ্জের কাউন্সিলর
লক ডাউনে শিশুদের দুধ,কলা, রুটি, ডিম হাতে তুলে দিয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করলেন রায়গঞ্জ পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর।
Bengal Live রায়গঞ্জঃ লক ডাউনে শিশুদের দুধ,কলা, রুটি, ডিম হাতে তুলে দিয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করলেন রায়গঞ্জ পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। রায়গঞ্জ শহরের নিউ উকিলপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে শিশুদের হাতে পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দিলেন তৃণমূল কাউন্সিলর অনিরুদ্ধ সাহা। লকডাউনের মাঝে বাড়িতে বসেই খাবার হাতে পেয়ে খুশী শিশু ও তাঁদের অভিভাবকেরা।
রায়গঞ্জ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিরুদ্ধ সাহা বলেন, গোটা দেশ এখন দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে চলছে। লকডাউনের মাঝে শিশুরাও গৃহবন্দী জীবন কাটাচ্ছে। বন্ধ হয়ে গিয়েছে খোলা মাঠে খেলাধুলা, আনন্দ উপভোগ। তাই কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে শিশুদের হাতে কিছু খাদ্যসামগ্রী, চকোলেট তুলে দিয়ে তাদের মনে খুশীর ছোঁয়া দেওয়ার চেষ্টা।