গতকালের তুলনায় আজ করোনা সংক্রমিতর সংখ্যা কমলো উত্তর দিনাজপুরে
সংক্রমণ থামছে না। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে গতকালের তুলনায় আজ উত্তর দিনাজপুর জেলায় করোনা পজিটিভ মিলল অনেক কম সংখ্যায়।
Bengal Live রায়গঞ্জঃ মঙ্গলবারের তুলনায় বুধবার আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা কমায় কিছুটা স্বস্তিতে জেলা স্বাস্থ্য দপ্তর। গত ২৪ ঘন্টায় আরও ৩৬ জনের দেহে মিলল করোনা সংক্রমণ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৪২। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ১৫ জন। মোট সুস্থ এখনও পর্যন্ত ৪৪৪ জন। জেলার কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ২৯৬ জন।
মঙ্গলবার একদিনে ৬৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে উত্তর দিনাজপুরে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে হয় ৭০৬। সুস্থ হয়েছিলেন ১২ জন। এক দিনে রেকর্ড পরিমাণ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কপালে চিন্তার ভাজ দেখা দেয় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মধ্যে। তবে বুধবারের রিপোর্টের ভিত্তিতে কিছুটা স্বস্তিতে জেলা প্রশাসন। এ
এদিকে বৃহস্পতিবার রাজ্যজুড়ে কড়া লকডাউন জারি থাকবে। রায়গঞ্জ পুর এলাকাতে লকডাউন জারি রয়েছে আগামী ২৬ জুলাই পর্যন্ত৷ যদিও একশ্রেণীর মানুষের মধ্যে বেপরোয়া মনোভাব দেখা গিয়েছে এদিনও। মাস্ক ছাড়া অনেককেই রাস্তায় অকারণে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে।