রায়গঞ্জ

লকডাউনে রক্ত সংকট মেটাতে শুরু হলো ধারাবাহিক রক্তদান

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের রক্তসংকট মেটাতে ধারাবাহিক রক্তদান। সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই চলছে এই কর্মসূচি।

Bengal Live রায়গঞ্জঃ লকডাউনের জেরে রক্ত সংকট দেখা দিয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। সেই সংকট মেটাতেই এবার এগিয়ে এলেন রোগী কল্যান সমিতির সদস্য অর্ণব মন্ডল। ধারাবাহিক ভাবে রক্তদান কর্মসূচি শুরু করলেন তিনি।

করোনা ভাইরাস রুখতে চলছে লকডাউন৷ যে কোনও জমায়েতের উপর রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। ফলে বেশ কিছুদিন থেকে কোনও রক্তদান শিবির না হওয়ার কারণে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে রক্ত সংকট৷ এরফলে হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী ও তাঁদের পরিজনদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেই সমস্যা মেটাতেই ধারাবাহিক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।

রোগী কল্যাণ সমিতির সদস্য অর্ণব মন্ডল বলেন, কোনও ক্যাম্প নয়। রক্তদাতাদের সোজা ব্লাড ব্যাঙ্কে আনা হচ্ছে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনে একজন করে রক্তদাতাদের রক্ত নেওয়া হচ্ছে। ধারাবাহিক রক্তদানের প্রচার সোশ্যাল মিডিয়ায় করা হচ্ছে বলে জানিয়ছেন।

Related News

Back to top button