নিজের বুথে প্রথম ভোটার কালিয়াগঞ্জের বধূ দীপা দাসমুন্সি

নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হোক। নিজের বুথে ভোট দিয়ে বললেন কংগ্রেস নেত্রী তথা রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সি।

Bengal Live কালিয়াগঞ্জঃ নিজের বুথে প্রথম ভোট দিলেন কালিয়াগঞ্জের বধূ দীপা দাসমুন্সি। কংগ্রেস নেত্রী তথা রায়গঞ্জের প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সি সোমবার সকালে শ্রীকলোনির বাড়ি থেকে বেরয়েই সটান পৌঁছে যান নিজের বুথে। প্রথম ভোট দেন তিনিই। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে দীপা দাসমুন্সি বলেন, শান্তিপূর্ণ ভোট হোক সেই আশাই করবো। তবে বিগত কয়েকটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও প্রচন্ড অশান্তি হয়েছে। এই সরকারের উপরে আমাদের ততটা আস্থা নেই। আমাদের কর্মীদের বলেছি শান্তিপূর্ণ নির্বাচন করতে সচেষ্ট থাকতে।

এদিন রাজ্যের করিমপুর ও খরগপুর বিধানসভার সাথে শুরু হয়েছে কালিয়াগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচন। কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায় প্রয়াত হওয়ায় এই বিধানসভা আসনটি শূন্য হয়। তার জেরেই উপনির্বাচন। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। বিপরীতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ধীতশ্রী রায়। বিজেপির প্রার্থী কমলচন্দ্র সরকার। মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬৮ হাজার ৯৬৯। কালিয়াগঞ্জে ৪০ শতাংশ বুথে বাহিনী মোতায়েন করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

Exit mobile version