রাজভবনে গিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। আবদুল মান্নান, সুজন চক্রবর্তীকে সাথে নিয়ে এদিন রাজভবনে যান মোহিত সেনগুপ্ত।
Bengal Live রায়গঞ্জঃ রাজ্যপালের কাছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ জানালেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। বুধবার রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান, সিপিআইএমের বিধানসভা পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে সাথে নিয়ে রাজভবনে যান মোহিত সেনগুপ্ত। সেখানেই প্রমান সহ অভিযোগ পত্র রাজ্যপালের হাতে তুলে দেন বিধায়ক মোহিত সেনগুপ্ত।
এই প্রসঙ্গে বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, বিরোধী দলনেতা আবদুল মান্নান ও সিপিআইএম দলের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর সাথে রাজভবনে রাজ্যপাল তথা আচার্যকে আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় দুর্নীতির অভিযোগ প্রমান সহ জানিয়েছি। উঁনি আমাদের অভিযোগ মন দিয়ে শুনেছেন। দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে চলা দুর্নীতির বিরুদ্ধে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চলবে।”
বেশ কিছুদিন থেকেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সরব হয়েছেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। এই বিষয়ে জেলা শাসকের নিকট স্মারকলিপিও প্রদান করেন তিনি। বিধানসভাতেও কাটমানি, আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে সরব হন বিধায়ক৷ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইউজিসি ও এইচআরডি মন্ত্রালয়ে প্রমান সহ অভিযোগ জমা করেছেন মোহিত সেনগুপ্ত।