কালিয়াগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

Bengal Live রায়গঞ্জঃ কালিয়াগঞ্জ উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হচ্ছেন প্রয়াত কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায়ের কন্যা ধীতশ্রী রায়। মঙ্গলবার কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত ধীতশ্রী রায়ের নাম ঘোষণা করেন।

গত ৩০ মে প্রয়াত হন প্রমথ নাথ রায়। শারীরিক অসুস্থতার কারণে তাঁর অকাল মৃত্যু হয়৷ ১৯৯৬, ২০০১,২০১১, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

এদিন বিকেল ৫ টায় কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন নিয়ে বৈঠকে বসে জেলা ও স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। বৈঠক শেষে কালিয়াগঞ্জ বিধানসভা আসনের উপ নির্বাচনে প্রয়াত বিধায়ক কন্যাকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন মোহিত বাবু।

Exit mobile version