রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালরাজ কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। সিআইডি নিযুক্ত করে এই দালালরাজের সাথে যুক্তদের চিহ্নিত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Bengal Live কালিয়াগঞ্জঃ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালরাজ নিয়ে ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিআইডি নিযুক্ত করে এই দালালরাজের সাথে যুক্তদের চিহ্নিত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার প্রশাসনিক রিভিউ মিটিং ও সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে সরাসরি তুলে দিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা দেড়’টা নাগাদ কালিয়াগঞ্জ কলেজ মাঠে উপস্থিত হন তিনি।
প্রথম সরকারি সভায় বক্তব্য রাখার পর জেলা ও রাজ্যের একাধিক আধিকারিক, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্যদের নিয়ে প্রশাসনিক রিভিউ মিটিং শুরু করেন তিনি। জেলার সরকারি বিভিন্ন কাজের খতিয়ান নিয়ে তদারকি করেন তিনি। কাজের গতিপ্রকৃতি সহ আইনশৃঙ্খলার নানান দিক উঠে আসে বৈঠকে।
জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে কথা বলার সময় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালরাজ প্রসঙ্গ তুলে আনেন মুখ্যমন্ত্রী নিজেই। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সহ মেডিক্যাল কলেজের আধিকারিকদের কাছে এই ঘটনা সম্পর্কে জানতে চান। তিনি বলেন, সাধারণ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। সরকার মানুষের সুবিধার কথা মাথায় রেখে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা প্রদান করছে।
সেখানে হাসপাতালে দালালরাজ কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। দালালরাজের সাথে কে বা কারা যুক্ত তা জানতে জেলা পুলিশ সুপারকে তিনি মেডিক্যাল কলেজে সিআইডি অফিসার নিযুক্ত করার নির্দেশ দেন। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার নির্দেশও এদিন পুলিশ সুপারকে দিয়েছেন মুখ্যমন্ত্রী।