তৃণমূল নেত্রীর ভাষণ শুনতে রায়গঞ্জ স্টেডিয়ামে হাজির দুই দিনাজপুর

একুশে বিধানসভা নির্বাচনের আগে উত্তর দিনাজপুরে এটাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা। বিজেপির উত্থান, একাধিক নেতার দলত্যাগ, দলের মধ্যেই গোষ্ঠী কোন্দল সহ বিধানসভা নির্বাচনে লড়াই নিয়ে কী বার্তা দেন মমতা, তা শুনতেই আজ রায়গঞ্জে হাজির দুই দিনাজপুরের তৃণমূল কর্মীরা।

 

Bengal Live রায়গঞ্জঃ আর মাত্র ঘন্টাখানেকের অপেক্ষা। তারপরেই রায়গঞ্জের মাটিতে অবতরণ করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে বিশাল জনসভায় বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেডিয়াম চত্বর। ইতিমধ্যেই দুই দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে আসতে শুরু করে দিয়েছেন। রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে মোট তিনটি মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে থাকবেন জেলার মন্ত্রী, বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় কয়েকজন নেতৃত্ব।

মূল মঞ্চের দু’পাশে দুটি মঞ্চে তৃণমূল কংগ্রেসের অন্যান্য জনপ্রতিনিধিরা এবং তৃণমূলের ব্লক ও অঞ্চল সভাপতিরা। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের দাবি রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে মুখ্যমন্ত্রীর আজকের জনসভায় ৭০ থেকে ৮০ হাজার মানুষের সমাগম ঘটবে। এই বিপুল সমাবেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কী বার্তা দেন দলনেত্রী এখন সেদিকেই তাকিয়ে আছেন দুই দিনাজপুরের তৃণনূল কর্মীরা।

Exit mobile version