ছাত্র আন্দোলনের জেরে তালা বন্ধ ক্লাস রুম, গাছ তলায় পঠন-পাঠন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

ছাত্র আন্দোলনের জেরে তালা বন্ধ ক্লাস রুম, গাছ তলায় পঠন-পাঠন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে
Bengal Live রায়গঞ্জঃ পৃথক দুই ল্যাবরেটরি কর্মীকে বিভাগীয় বদলি করার প্রতিবাদে ক্লাসরুম তালা বন্ধ করে বিক্ষোভ পড়ুয়াদের। শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। ক্লাসরুম তালা বন্ধ অবস্থায় থাকার কারণে গাছ তলায় অন্যান্য ছাত্র-ছাত্রীদের নিয়ে পঠন-পাঠন চালান অধ্যাপক।
জানা গেছে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক ও কম্পিউটার সায়েন্স বিভাগে দুই ল্যাবরেটরি কর্মী সুরঞ্জিত দত্ত এবং হিরন্ময় দত্তকে অন্য বিভাগে বদলি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের অভিযোগ, এই দুইজন কর্মী বিভাগীয় কাজে সর্বদা পাশে থেকে সহায়তা করে থাকেন পড়ুয়াদের। তাঁদেরকে ওই বিভাগ থেকে সরিয়ে দেওয়ায় সমস্যায় পড়বেন সংশ্লিষ্ট বিভাগের ছাত্রছাত্রীরা।
বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদেই এদিন ক্লাসরুমে তালা বন্ধ করে আন্দোলন শুরু করে পড়ুয়ারা। ওই দুই ল্যাব কর্মীকে পুণরায় অঙ্ক ও কম্পিউটার সায়েন্স বিভাগে ফিরিয়ে আনার দাবী জানায় আন্দোলনকারীরা। এদিকে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, ছাত্র-ছাত্রীরা লিখিত ভাবে তাঁদের সমস্যার কথা জানালে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।