রায়গঞ্জ

রায়গঞ্জে লড়াই পদ্ম ও ঘাসফুল শিবিরের, কান কাটলো বিজেপির মহিলা কর্মীর

রায়গঞ্জে লড়াই পদ্ম ও ঘাসফুল শিবিরের, কান কাটলো বিজেপির মহিলা কর্মীর

Bengal Live রায়গঞ্জঃ দুষ্কৃতী হামলায় কান কেটে গেল বিজেপি কর্মীর স্ত্রীর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায়। আহত অবস্থায় ওই মহিলাকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে তাঁর কানে ছয়টি সেলাই পড়েছে বলে জানা গেছে। ঘটনার পর কর্ণজোড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী সুকুমার দাস ও তাঁর স্ত্রী।

জানা গেছে, কর্ণজোড়া এলাকায় বিজেপির সক্রিয় কর্মী সুকুমার দাস। অভিযোগ, বিজেপি করার কারণে প্রায় দিনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই দম্পতিকে উত্যক্ত করত। বুধবার রাতে প্রতিবাদ করলে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে সুকুমার বাবুর উপর চড়াও হয় বলে অভিযোগ। স্বামীকে বাঁচাতে গেলে ধারালো অস্ত্রের আঘাত লাগে সুকুমারবাবুর স্ত্রী অঞ্জনার কানে। এর পর অঞ্জনাদেবীর গলায় থাকা সোনার চেন, কানের দুল ছিনতাই করে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় অঞ্জনা দেবীকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কানে ছয়টি সেলাই পড়ে। বিজেপি কর্মী দাস দম্পতি রাতেই কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে পালটা বিজেপি কর্মীদের বিরুদ্ধে কর্ণজোড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল সমর্থকেরা। অভিযোগ তাদেরকেও মারধর করেছে বিজেপি। দুই পক্ষের অভিযোগ পেয়ে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News

Back to top button