বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে বচসা। মারধর করার অভিযোগ দুই পক্ষেরই। ঘটনাস্থলে পুলিশ।
Bengal Live রায়গঞ্জঃ বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাংলা আবাস যোজনা প্রকল্পের মাইকিং করতে গিয়ে আক্রান্ত এক তৃণমূল কর্মী। বুধবার সন্ধ্যায় এমনই অভিযোগ তুলল বীরঘই অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুব্রত দেব পাল। পালটা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বিজেপির স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ তুললেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী৷ অভিযোগ ও পালটা অভিযোগকে কেন্দ্র করে সরগরম রায়গঞ্জ থানার উত্তর রূপাহার। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
বীরঘই অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুব্রত দেব পালের অভিযোগ, বিজেপির দখলে থাকা পঞ্চায়েত এলাকায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলছে বিজেপির সদস্যরা। ১৫ হাজার, ২০ হাজার কারোর থেকে আবার ৫০ হাজার টাকা পর্যন্ত তোলা হচ্ছিল। এই খবর আমরা পাওয়ার পরেই দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে অঞ্চল জুড়ে মানুষকে সজাগ করতে মাইকিং করা শুরু করি। এদিন উত্তর রূপাহার এলাকায় মাইকিং করার সময় স্থানীয় পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী বাধা দেয়৷ এবং বিজেপির জেলা সভাপতির উপস্থিতিতে মাইকিং-এর দায়িত্বে থাকা এক দলীয় কর্মীকে মারধর করা হয়। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে বিশ্বজিৎ লাহিড়ীর থেকে কৈফিয়ত চাইলে তিনি বলেন, এই বিষয়ে কিছু জানি না। পরে পুলিশ এসে আমাদের আশ্বস্ত করলে এলাকা থেকে ফিরে আসি।
এদিকে মারধরের অভিযোগ অস্বীকার করে পালটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে স্থানীয় পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীকে মারধর করার অভিযোগ তোলেন জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী৷ তিনি বলেন,পঞ্চায়েত সদস্যাকে মারধর করা হয়েছে, এমন খবর শুনে এলাকায় যাই৷ গিয়ে দুই পক্ষের সাথেই কথা বলে মীমাংসা করার চেষ্টা করি৷ পঞ্চায়েত সদস্যাকে মারধর করার বিষয়ে থানায় অভিযোগ জানানোর কথাও জানিয়েছেন তিনি।