বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় মৃত্যু মামলায় চার্জশিট দাখিল সিআইডির

হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায় মৃত্যু মামলায় চার্জশিট জমা দিল সিআইডি। শুক্রবার বিকেলে রায়গঞ্জ আদালতে চার্জশিট দাখিল করে রাজ্য গোয়েন্দা দপ্তরের তদন্তকারী আধিকারিকরা।
Bengal Live রায়গঞ্জঃ হেমতাবাদের প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায় মৃত্যু মামলায় চার্জশিট দাখিল করল রাজ্য গোয়েন্দা বিভাগ। শুক্রবার বিকেলে রায়গঞ্জ আদালতে এই মামলায় ধৃত দুই অভিযুক্ত নিলয় সিংহ ও মাবুদ আলির নামে চার্জশিট জমা করে সিআইডি। সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১২০বি, ৪২০ ও ৩৪ ধারায় চার্জশিট পেশ করেছে সিআইডি। অর্থাৎ প্রতারণা, ষড়যন্ত্র ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে।
বোমা, ড্রাগ, লকডাউন ও ধর্ষণ মামলা সহ একগুচ্ছ খবর নিয়ে উত্তরের জেলা এক নজরে
গত ১৩ জুলাই হেমতাবাদ বিধানসভার অন্তর্গত রায়গঞ্জ থানার বিন্দোল গ্রামের দেবেন মোড়ে একটি দোকানের সামনে বিজেপি বিধায়কের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। হাত বাধা অবস্থায় ঝুলতে দেখা যায় বিধায়ককে। খবর জানাজানি হওয়ার পর থেকেই আত্মহত্যা না খুন করা হয়েছে বিধায়ককে সেই প্রশ্নে জলঘোলা হতে শুরু করে। পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তদন্তের পর আত্মহত্যার কথা বলা হলেও প্রয়াত বিধায়কের স্ত্রী ও বিজেপির অভিযোগ, দেবেন্দ্র নাথ রায়কে খুন করা হয়েছে। এদিকে দেবেন্দ্র নাথ রায়ের জামার পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। জানা গেছে, সেই নোটেই নিলয় সিংহ ও মাবুদ আলির নামের উল্লেখ পায় পুলিশ। এরই মাঝে বিধায়কের রহস্যমৃত্যু মামলার তদন্তভার রাজ্য সরকার সিআইডির হাতে তুলে দেয়। রাজ্য গোয়েন্দা দপ্তর তদন্তে নেমেই নিলয় সিংহ ও মাবুদ আলিকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে। ঘটনার দুই মাসের মাথায় দুই অভিযুক্তের নামে চার্জশিট জমা করল সিআইডি।