রায়গঞ্জ

আজই উদ্বোধন ইটাহার বাসস্ট্যান্ডের, নবান্ন থেকে বার্তা আসতেই যুদ্ধকালীন তৎপরতা প্রশাসনে

ইটাহার বাস টার্মিনাসের উদ্বোধনের তারিখ বদল করলেন মুখ্যমন্ত্রী। ৫ নভেম্বরের পরিবর্তে আজ ৪ নভেম্বর বিকেলেই তা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচমকা দিন বদলের ঘোষণায় যুদ্ধকালীন তৎপরতা প্রশাসনিক মহলে।

 

Bengal Live ইটাহারঃ আচমকা তারিখ বদল। আগামী ৫ নভেম্বরের বদলে ইটাহার বাস টার্মিনাসের উদ্বোধন হবে ৪ নভেম্বর, বুধবার, বিকেল ৪ টায়। নবান্ন থেকে ভার্চুয়ালি এই বাস টার্মিনাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে কথা ছিল, ৫ নভেম্বর বৃহস্পতিবার ইটাহার বাস টার্মিনাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেই মতো প্রশাসনিক স্তরে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ নবান্ন থেকে বার্তা আসে, মুখ্যমন্ত্রী ৪ নভেম্বরেই বিকেল ৪ টায় ইটাহার বাস টার্মিনাসের উদ্বোধন করবেন। উদ্বোধনের তারিখ নিয়ে কেন মুখ্যমন্ত্রীর এমন ঝটিতি সিদ্ধান্ত বদল তা জানা যায়নি।

ইটাহারের বিধায়ক অমল আচার্য বলেন, “কথা ছিল আগামী ৫ তারিখ ইটাহার বাস টার্মিনাসের ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় সরকারিভাবে বার্তা আসে, বিশেষ কারণে ৫ তারিখের বদলে ৪ তারিখ, বুধবার বিকেল ৩ টায় মুখ্যমন্ত্রী এই বাস টার্মিনাসের উদ্বোধন করবেন।”

এদিকে মুখ্যমন্ত্রীর নির্ধারিত দিনের একদিন আগেই বাস টার্মিনাসের উদ্বোধন করার ঘোষণায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ে প্রশাসনের। তড়িঘড়ি প্রস্তুতির কাজ সেরে ফেলার জন্য তোড়জোড় শুরু হয় প্রশাসনিক স্তরে। মঙ্গলবার রাতেই আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্ততির কাজ খতিয়ে দেখতে বাস টার্মিনাসে হাজির হন ইটাহারের বিধায়ক অমল আচার্য, সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল আলা মাবুদ আনসার, ইটাহার থানার ওসি অভিজিৎ দত্ত সহ সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা। বুধবার বিকেলে উদ্বোধনের দৃশ্য দেখানো হবে জায়ান্ট স্ক্রিনে।

Related News

Back to top button