কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের মৃত্যু রায়গঞ্জে

ভোটের কাজে রায়গঞ্জে এসে প্রাণ হারালেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। শুক্রবার সকালে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আদিত্য বর্মার।

 

Bengal Live রায়গঞ্জঃ কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের আকস্মিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। মৃত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের নাম আদিত্য বর্মা। কেন্দ্রীয় বাহিনী সূত্রে খবর, লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আদিত্য বর্মার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

বিধানসভা নির্বাচনের কারণে রায়গঞ্জে এসেছিলেন আদিত্য বর্মা। গয়ালাল গার্লস হাইস্কুলের অস্থায়ী ক্যাম্পে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আদিত্য বর্মা। নির্বাচনের আগের দিন বুধবার অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর।

কেন্দ্রীয় বাহিনীর রায়গঞ্জের দায়িত্বে থাকা কমান্ডেন্ট অমিত কুমার জানিয়েছেন, হাসপাতাল থেকে জানা গিয়েছে আদিত্য বর্মার লিভার জন্ডিস হয়েছিল। বৃহস্পতিবার রাতেই অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করার সুযোগ পাওয়া যায়নি। আজ সকাল ৭ টা নাগাদ মৃত্যু হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আদিত্য বর্মার। আদিত্য বর্মার আকস্মিক মৃত্যুতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version