ক্লাস চলাকালীন মাথায় ভেঙে পড়ল ফ্যান, জখম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

ক্লাস চলাকালীন মাথায় ভেঙে পড়ল ফ্যান, জখম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

Bengal Live রায়গঞ্জঃ ক্লাস চলাকালীন চলন্ত পাখা ভেঙে জখম এক ছাত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। জখম ছাত্রীকে চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, স্নাতক স্তরের প্রথম বর্ষের পদার্থ বিদ্যার ক্লাস চলাকালীন এদিন দুর্ঘটনাটি ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনায় জখম ছাত্রীর নাম শ্রেয়সী মন্ডল। সে রষায়ন বিভাগের ছাত্রী। এদিন পাস কোর্সের পদার্থ বিদ্যার ক্লাস চলাকালীন চলন্ত ফ্যানটি ভেঙে পড়ে।

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, ফ্যানের ব্লেডের আঘাতে ঠোঁট ও থুতনির একাংশ কেটে গিয়েছে ওই ছাত্রীর । তিনটি সেলাই পড়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানিয়েছেন, আহত ছাত্রীর চিকিৎসার সমস্ত খরচ বহন করছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

Exit mobile version