পাচারের আগেই উদ্ধার সাতটি উট
পাচারের আগেই উদ্ধার সাতটি উট। রাজস্থান থেকে উট গুলিকে পাচার করে এনেছিল পাচারকারীরা বলে প্রাথমিক অনুমান।
Bengal Live কালিয়াগঞ্জঃ কালিয়াগঞ্জের কালুডাঙ্গী গ্রাম থেকে উদ্ধার হল সাতটি উট। গোপন সূত্রে খবর পেয়ে গৌ জ্ঞান ফাউন্ডেশন, এনিম্যাল হেল্প লাইন শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস-এর সদস্যরা কালিয়াগঞ্জ পুলিশের সহযোগিতায় শনিবার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত কালুডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে একটি জঙ্গল থেকে সাতটি উট উদ্ধার করে। উটগুলিকে সুদূর রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছিল পাচারের উদ্দেশ্যে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
শনিবার প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে সন্ধ্যা সাতটা নাগাদ উট গুলিকে উদ্ধার করে কালিয়াগঞ্জ থানায় নিয়ে আসা হয়। উট উদ্ধার হলেও পালিয়ে যায় পাচারকারীরা। উদ্ধার করা উটগুলো এখন কালিয়াগঞ্জ পুলিশের হেফাজতে রয়েছে। সবগুলো উটকেই পাঠানো হবে রাজস্থান এর সিরোহির পুনর্বাসন কেন্দ্রে।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন আগেও কালিয়াগঞ্জ এর মালগাঁও থেকে তিনটি উট উদ্ধার করেছিল কালিয়াগঞ্জ পুলিশ ও পশু প্রেমী সংস্থার সদস্যরা।