রূপাহারে মুখোমুখি সংঘর্ষ বাস ও পিক আপ ভ্যানের

বৃহস্পতিবারের দুর্ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ফের যাত্রীবাহী বাস ও পিক আপ ভ্যানের মধ্যে সংঘর্ষ রায়গঞ্জে।
Bengal Live রায়গঞ্জঃ ৩৪ নম্বর জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। বৃহস্পতিবারের দুর্ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ফের যাত্রীবাহী বাস ও পিক আপ ভ্যানের মধ্যে সংঘর্ষ রায়গঞ্জে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরেই উত্তেজিত জনতা যাত্রীবাহী বাসটিতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ রায়গঞ্জ থানার রূপাহার এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মালদাগামী একটি বেসরকারি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টোদিক থেকে আসা একটি যাত্রী বোঝাই পিক আপ ভ্যানের। দুর্ঘটনায় এক মহিলা সহ আহত হন সাতজন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। এদিকে ঘটনার পর উত্তেজিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। বেসরকারি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থেকে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। পুলিশ বাস ও পিক আপ ভ্যানটিকে আটক করলেও দুই গাড়িরই চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।