ভাইকে বাঁচাতে দিদির ঝাঁপ, রায়গঞ্জে নাগরে তলিয়ে গেল ভাইবোন

ভাইকে বাঁচাতে দিদির ঝাঁপ, রায়গঞ্জে নাগরে তলিয়ে গেল ভাইবোন

Bengal Live রায়গঞ্জঃ নাগর নদীর জলে তলিয়ে দুই ভাই বোনের মৃত্যু। ঘটনা রায়গঞ্জের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের ভাঙাবাড়ি এলাকায়। দুই ভাই বোনের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিন্দোলের বাসিন্দা সুস্মিতা প্রামানিক ও তার ভাই সাগর প্রামানিক রায়গঞ্জের ভাঙাবাড়ি এলাকায় পিসির বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছিল। আজ দুপুরে পিসির বাড়ির পাশে থাকা নাগর নদীতে স্নান করতে নামে সাগর। নদীতে প্রচুর জল থাকায় সাগর আচমকাই ডুবে যেতে থাকে। ভাইয়ের আর্ত চিৎকারে দিদি সুস্মিতা ভাইকে বাঁচাতে জলে ঝাঁপ দেয়। এরপর সুস্মিতাও জলে তলিয়ে যায়৷

স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। জলে ডুবে দুই ভাই বোনের মৃত্যুতে পরিজনদের পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিতে এলাকায় ছুটে যান তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানষ ঘোষ। মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।

Exit mobile version