রায়গঞ্জ

উদ্বোধনের দুই দিন পরেই বন্ধ সেতু, তৃণমূলী কাজিয়ায় সেই তিমিরেই ভূতনী

উদ্বোধনের দুই দিন পরেই বন্ধ সেতু, তৃণমূলী কাজিয়ায় সেই তিমিরেই ভূতনী

Bengal Live মালদাঃ তৃণমূলের গোষ্ঠী কাজিয়ার জেরে উদ্বোধনের দুইদিনের মধ্যেই নোটিশ জারি করে যানচলাচল বন্ধ করে দেওয়া হল ভূতনী ব্রীজে৷ আর এই খামখেয়ালিপনার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে৷ এমনই অভিযোগে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। ভূতনীবাসীর সাথে প্রতারনা ও তাঁদেরকে অপমান করা হয়েছে বলেও এদিন ক্ষোভ উগরে দেন সাধারণ বাসিন্দারা৷

স্বাধীনতা দিবসের সকালে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল ভূতনী ব্রীজের উদ্বোধন করেন। মোটর বাইক, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি সহ আপৎকালীন পরিষেবা যেন সচল থাকে সেই কারণে ব্রীজ চালু করা হয়েছিল বলে সভাধিপতি সেদিন জানান৷ তিনি বলেন, প্রায় শেষের পথে ব্রীজ নির্মাণের কাজ৷ অল্প কিছু কাজ বাকি রয়েছে। সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর ব্রীজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভূতনীবাসীর যেন সমস্যা না হয় সেই কারণে মোটর বাইক, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি চলাচল করার জন্য ব্রীজের উদ্বোধন করা হয়েছে।

এই ঘটনার পরেই প্রকাশ্যে চলে আসে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কাজিয়া। মানিকচক ব্লক তৃণমূল সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, এই ব্রীজ উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ কিন্তু সভাধিপতির ব্রীজ উদ্বোধন করার কোনও খবর তার কাছে ছিল না৷ তাঁকে আমন্ত্রণও জানানো হয়নি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও রাজ্যের কাছে ঘটনাটি জানাবেন বলেও জানিয়েছিলেন সাবিত্রী দেবী।

এরপরেই নোটিশ ঝুলিয়ে এবং মাইকিং করে সেতুতে চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ সাধারণ বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বছর অপেক্ষা করেছি আরও চার-পাঁচ মাস অপেক্ষা করতাম। কিন্তু ব্রীজ উদ্বোধন করার পরেও বন্ধ করে দেওয়ার কী মানে? এতে করে ভূতনীবাসীর সাথে প্রতারণা ও তাঁদেরকে অপমান করা হচ্ছে। অবিলম্বে এই সিদ্ধান্ত বদল করে মোটর বাইক, অ্যাম্বুলেন্স চলাচল করতে দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।

Related News

Back to top button