কুলিকের ধারে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে
Bengal Live রায়গঞ্জঃ এক সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের কুলিক সেতু সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অনুমান, কুলিক সেতুর ওপর থেকে নীচে ছুঁড়ে ফেলা হয়েছে সদ্যোজাত শিশুকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ৯ টা নাগাদ রায়গঞ্জ শহরের কুলিক নদীর সেতুর নীচে একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অনুমান, সেতুর উপর থেকে নীচে নদীতে ছুঁড়ে ফেলা হয় শিশুটিকে। জলে না পড়ে নদীর ধারে পাথরের উপরে পড়ে সদ্যোজাতটি। সদ্যোজাত শিশুটির মাথা দিয়ে রক্তও বের হতে দেখা গিয়েছে। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।