রায়গঞ্জ

নয়ানজুলি থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ, তদন্তে রায়গঞ্জ পুলিশ

লকডাউনের মাঝেই এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বাসুদেবপুরের বাসিন্দা ওই যুবককে।

 

Bengal Live রায়গঞ্জঃ নয়ানজুলি থেকে উদ্ধার এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জ থানার চাপদুয়ার এলাকায়। মৃত যুবকের নাম রব্বানী আলি। সে প্যাথলজি ল্যাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। রায়গঞ্জ থানার আইসি, ডিএসপি সহ বিশাল পুলিশ বাহিনী এদিন ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যুবকের রহস্যমৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নামানো হয়েছে পুলিশ কুকুর।

জানা গেছে, রবিবার বিকেল ৫ টা নাগাদ, চাপদুয়ারের নির্মীয়মান ফোর লেনের ধারের একটি নয়ানজুলিতে যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ রাস্তার উপর থেকে উদ্ধার হয় ওই যুবকের মোটর বাইক। মৃতের ভাই রেজাউল হক জানিয়েছেন, সকালে বাড়ি থেকে বেরিয়েছিল রব্বানী। বিকেল হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেছিলেন পরিজনেরা। এরই মাঝে মৃতদেহ উদ্ধারের খবর শুনে বাসুদেবপুর থেকে চাপদুয়ারে পৌঁছান রেজাউল। এরপরেই মৃতদেহটিকে শনাক্ত করেন তিনি।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তার উপর রক্তের দাগ দেখা গিয়েছে। সেখান থেকেই উদ্ধার হয়েছে মৃতের মোটর বাইক। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে রব্বানীকে। তবে এই ঘটনার সাথে কারা যুক্ত, কী উদ্দেশ্য নিয়ে রব্বানী আলিকে খুন করেছে দুষ্কৃতীরা তা এখনও জানা যায়নি। রহস্য মৃত্যুর ঘটনার তদন্তে ইতিমধ্যেই পুলিশ কুকুর নামানো হয়েছে এলাকায়। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News

Back to top button