উত্তর দিনাজপুরে বিজেপির শীর্ষ নেতার ভাই যোগ দিলেন জেডিইউ-তে
জেলা বিজেপির শীর্ষ নেতার ভাইয়ের দল পরিবর্তন। জোর চর্চা উত্তর দিনাজপুরের রাজনৈতিক মহলে। কোন ক্ষোভে বিজেপি ছাড়লেন জেলা সভাপতির ভাই ?
Bengal Live রায়গঞ্জঃ জেডিইউ-তে যোগ দিলেন জেলা বিজেপির সভাপতির ভাই। দাদার বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ না জানালেও উত্তর দিনাজপুর জেলা বিজেপির বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে ক্ষোভ উগরে জেডিইউ-তে যোগ দিলেন বিশ্বজিৎ লাহিড়ীর ভাই ভবতোষ লাহিড়ী৷ সোমবার জেডিইউ-এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি কামাক্ষ্যা সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান। জেলা জেডিইউ-তে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ভবতোষ লাহিড়ীকে।
উত্তর দিনাজপুর জেলা জেডিইউ সভাপতি কামাক্ষ্যা সরকার বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাই আমাদের সাথে যোগাযোগ করছেন। করোনা আবহ চলতে থাকায় বেশ কয়েকজন পঞ্চায়েত স্তরের নেতৃত্ব যোগদান করতে আসতে পারছেন না। এদিন ভবোতোষ লাহিড়ীকে জেলা জেডিইউ-এর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে নতুন দলে জেলা সম্পাদকের দায়িত্ব পেয়েই উত্তর দিনাজপুর জেলা বিজেপির বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দিলেন ভবোতোষ লাহিড়ী। তাঁর দাবি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির সাথে দীর্ঘদিন যুক্ত থাকার পরেও যোগ্য সম্মান পাচ্ছিলেন না তিনি৷ তাই বিজেপি ছেড়ে জেডিইউ-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর ভাইয়ের দল ছাড়ার বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে। যদিও বিজেপি বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ৷ জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও উত্তর দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক বাসুদেব সরকার বলেন, ভবতোষ লাহিড়ী আর পাঁচ জনের মতন একজন কর্মীই ছিলেন শুধু। তাই তাঁর বিজেপি ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ নয়৷ প্রত্যেক মানুষের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ রয়েছে। এই বিষয়টিও তাই।