রায়গঞ্জ

থালা বাজিয়ে বিজেপির বিক্ষোভ রায়গঞ্জে

থালা বাজিয়ে বিজেপির বিক্ষোভ রায়গঞ্জে। রেশন সামগ্রী বিতরণের মধ্য দিয়ে দলবাজির অভিযোগ তুললেন বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী।

Bengal Live রায়গঞ্জঃ লকডাউনের জেরে অভুক্ত রয়েছে জেলাবাসী। রেশন ব্যবস্থা নিয়ে দলবাজি করছে শাসক দলের নেতারা। বুধবার এমন অভিযোগে সরব হল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। রায়গঞ্জে জেলা বিজেপির কার্যালয়ের সামনে এদিন থালা বাজিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতৃত্ব। বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।

বিশ্বজিৎ লাহিড়ী বলেন, রাজ্যের শাসক দল গরীব মানুষের এই খাদ্যসামগ্রী প্রকৃত দুস্থ গরীব মানুষদের মধ্যে বন্টন না করে সংকীর্ণ দলীয় রাজনীতি করছেন। অভুক্ত থাকছেন উত্তর দিনাজপুর জেলার বহু মানুষ। তাই তাঁদের খাবারের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদন জানানো হয়েছে। শাসক নেতাদের দলবাজির বিরুদ্ধে থালা বাজিয়ে প্রতিবাদ করছি। আমাদের দাবি অবিলম্বে সংকীর্ণ দলীয় রাজনীতি বন্ধ করে প্রকৃত মানুষদের হাতে রেশনের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হোক।

Related News

Back to top button