রায়গঞ্জ

গেরুয়া শিবিরকে চাঙ্গা করতে শনিবার রায়গঞ্জে আসছেন কৈলাস-মুকুল

শনিবার রায়গঞ্জে আসছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়৷ প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের বাড়িতে যাবেন তিনি। সঙ্গে আসছেন মুকুল রায়।

Bengal Live রায়গঞ্জঃ হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবিকে জোরালো করতে ও প্রয়াত বিধায়কের পরিবারকে সমবেদনা জানাতে শনিবার উত্তর দিনাজপুর জেলাতে আসছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপির রাজ্য নেতা মুকুল রায়। সাথে আসছেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক, বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী, উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু সহ একঝাঁক রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।

বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য শীর্ষ নেতৃত্ব প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের বালিয়ামোড়ের বাড়িতে যাবেন বলে জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। পরিবারের সাথে দেখা করার পাশাপাশি স্মরণ সভা ও দেবেন্দ্র নাথ রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করবেন শীর্ষনেতৃত্ব। এরপর মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি নেতৃত্বদের সাথে সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের।

এদিকে এদিন থেকেই রাজ্য তিন কোটি সদস্য সংখ্যা জোগার করার উদ্দেশ্যে নিয়ে মিসড কলের মাধ্যমে সদস্যপদ সংগ্রহ অভিযানে নামল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। জেলার প্রতিটি মন্ডল, বুথস্তরে দলীয় কর্মীরা পৌঁছে মিসড কলের মাধ্যমে সদস্যপদ গ্রহণ অভিযানে নেমেছেন বলে জানান বিশ্বজিৎ লাহিড়ী।

Related News

Back to top button