রায়গঞ্জ

রবিবার রায়গঞ্জে আসছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

নির্বাচনী প্রচার ছাড়াও রায়গঞ্জ পুরসভার এক কাউন্সিলরের হাতে বিজেপির পতাকা তুলে দেবেন শুভেন্দু অধিকারী।

 

Bengal Live রায়গঞ্জঃ রবিবার দিনই রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম অধিকারী যোগ দিচ্ছেন বিজেপিতে। শুভেন্দু অধিকারীর হাত থেকে পদ্ম পতাকা হাতে তুলে নেবেন তিনি বলে খবর। ইতিমধ্যেই দলবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করেছে অসীম অধিকারীকে।

রবিবার রায়গঞ্জে আসছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন রায়ের নির্বাচনী প্রচারে অংশ নেবেন তিনি। জনসভার মঞ্চেই রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর অসীম অধিকারীর হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার কথা তাঁর।

বিজেপি সূত্রে জানা গেছে, বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে রায়গঞ্জে আসবেন শুভেন্দু অধিকারী। এরপর দেবপুরীতে যাবেন পূজা দিতে। সেখান থেকেই সোজা কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় জনসভায় যোগ দেবেন তিনি। এরপর করণদিঘি ও চোপড়ায় আরও দুটি জনসভা রয়েছে শুভেন্দু অধিকারীর বলে বিজেপি সূত্রে জানা গেছে।

Related News

Back to top button