মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। মুখ্যমন্ত্রী বেড়াতে এসেছেন বলে মন্তব্য করেন মুকুল।
Bengal Live রায়গঞ্জঃ অক্টোবর মাস বেড়ানোর মাস। উনি এসেছেন বেড়াবার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। সোমবার দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এসেছেন মুকুল রায়। সেখানেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করে এই মন্তব্য করেন বিজেপি নেতা।
সোমবার দুপুরে বাগডোগরা বিমান বন্দরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। দার্জিলিঙ জেলা পুলিশ আয়োজিত বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও উত্তরের জেলাগুলিকে নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, ২২শে অক্টোবর আলিপুরদুয়ার,কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার পুলিশ প্রশাসনকে নিয়ে উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।বৈঠক করে তিনি সোজা চলে যাবেন কার্শিয়াঙে।এরপর ২৩ তারিখ দার্জিলিং কালিম্পং জেলার পুলিশ প্রশাসনকে নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।আগামী ২৫ তারিখ বিকেলে মুখ্যমন্ত্রী কলকাতা ফিরে যাবেন বলে জানা গেছে।
এদিন মুকুল রায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র লোকতন্ত্র বলে কিছু নেই, এরাজ্যের মানুষের সাথে সাথে সারা ভারতবর্ষের সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠে এসেছে পশ্চিমবঙ্গে গমতন্ত্র লোকতন্ত্র থাকবে কি থাকবেনা! তাঁর এও অভিযোগ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পর ৮৯ জন বিজেপি কর্মী সমর্থক খুন হয়েছেন। লোকসভা ভোটের পর এ রাজ্যে ৩৫ জন মানুষ খুন হয়েছে। এরাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। তার মতে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে দেওয়া উচিত। তাহলে ওনার পক্ষেও ভালো হবে পাশাপাশি রাজ্যের মানুষের পক্ষেও ভালো হবে।