রায়গঞ্জে গান্ধী সংকল্প যাত্রার সূচনা করলেন মন্ত্রী দেবশ্রী চৌধুরী
রায়গঞ্জে গান্ধী সংকল্প যাত্রার সূচনা করলেন মন্ত্রী দেবশ্রী চৌধুরী
Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে গান্ধী সংকল্প যাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান দপ্তরের প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। শনিবার কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রায়গঞ্জ শহরের চন্ডীতলা থেকে গান্ধী সংকল্প যাত্রা শুরু হয়। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বাহিন গ্রামপঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গান্ধী সংকল্প যাত্রা শুরু করেন।
রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে এবং মহাত্মা গান্ধীর আদর্শকে মানুষের মধ্যে তুলে ধরার লক্ষ্যে বিজেপি গান্ধী সংকল্প যাত্রা শুরু করেছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকার প্রতিটি গ্রাম ও শহর এলাকায় বিজেপির এই সংকল্প যাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ১৫০ কিলোমিটার পদযাত্রা করবেন বিজেপি নেত্রী। এদিম তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অপশাসনের উল্লেখ করে বলেন, এই সরকার রাজ্যপালের সাথে খারাপ ব্যবহার করেছে। গলাবাজি করে এই সরকার টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু সংবিধানে গলাবাজির কোনও জায়গা নেই।