বিক্ষুব্ধ নেতাকে পাশে নিয়ে কালিয়াগঞ্জে প্রচার শুরু বিজেপি প্রার্থীর
ক্ষোভ – বিক্ষোভ কতটা প্রশমিত হয়েছে তা জানা নেই। তবে বিক্ষুব্ধ নেতাকে পাশে নিয়েই কালিয়াগঞ্জে সাংবাদিকদের মুখোমুখি সৌমেন রায়।
প্রার্থী বদলের দাবিতে কালিয়াগঞ্জে বিজেপি কর্মীদের আমরণ অনশন
Bengal Live কালিয়াগঞ্জঃ বিক্ষুব্ধ নেতাকে পাশে নিয়েই কালিয়াগঞ্জে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী সৌমেন রায়। মঙ্গলবার কালিয়াগঞ্জের ডাকবাংলো মোড়ে নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বৈঠকও করেন সৌমেন রায়। আগামীকাল থেকে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করার কথা জানিয়েছেন প্রার্থী।
কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে সৌমেন রায়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই চাপা বিক্ষোভ দেখা গিয়েছিল নেতা কর্মীদের মধ্যে। পথ অবরোধ, বিক্ষোভ, অনশনেও বসতে দেখা গিয়েছে বিজেপি নেতৃত্বকে। এমনকি বিজেপির এক নেতার উপরেও হামলা চালানোর অভিযোগ ওঠে। ফলে বিক্ষোভ এতোটাই তীব্র হয়ে ওঠে যে জেলায় এলেও নিজের কেন্দ্রে প্রচার শুরু করতে পারছিলেন না ফালাকাটার বাসিন্দা সৌমেন রায়।
অবশেষে এলেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী, অকপটে দিলেন ভাইরাল ভিডিওর জবাব
এদিক দলীয় নেতৃত্বের সাথে বৈঠকের পর সৌমেন রায় বলেন, মান অভিমান ছিল, সেটা এমন বড় কিছু নয়৷ কালিয়াগঞ্জের প্রার্থী হতে পেরে আমি গর্ব বোধ করছি। তৃণমূলের সরকারের আমলে কালিয়াগঞ্জ পিছিয়ে রয়েছে। আমরা সোনার কালিয়াগঞ্জ গড়ে তুলবো।