সৌমেন রায়কে ঝাঁটা, জুতো দিয়ে স্বাগত জানানো হবে কালিয়াগঞ্জে, হুমকি বিজেপি কর্মীদের
দলীয় প্রার্থীকে নিয়ে এবার ক্ষোভ চরমে উঠল কালিয়াগঞ্জে। চরিত্রহীন প্রার্থীকে নিয়ে সুরক্ষিত নন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। ঝাঁটা জুতা নিয়ে স্বাগত জানানো হবে বলে হুঁশিয়ারি কর্মীদের।
কালিয়াগঞ্জে বিজেপি নেতৃত্বের গাড়িতে হামলা, মারধর, গাড়ি ভাঙচুর, খোঁজ নেই প্রার্থীর
Bengal Live কালিয়াগঞ্জঃ বিজেপি প্রার্থী নিয়ে ক্ষোভ চরমে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে বিজেপি নেতৃত্ব। চরিত্রহীন প্রার্থী সৌমেন রায় কালিয়াগঞ্জে এলে ঝাঁটা, জুতো দিয়ে স্বাগত জানানো হবে বলে হুঁশিয়ারি আন্দোলনকারীদের।
ক্ষোভ ছিলই। তবে অন্যান্য জায়গার মতন বিক্ষোভে সামিল হননি কালিয়াগঞ্জের বিজেপি নেতৃত্ব। শান্তিপূর্ণ ভাবেই জেলা ও রাজ্য নেতৃত্বকে প্রার্থী বদলের আর্জি জানান তাঁরা। তবে সেই দাবি রাজ্য অথবা কেন্দ্রীয় নেতৃত্ব মেনে না নেওয়ায় এবার ক্ষোভ আছড়ে পড়ল কালিয়াগঞ্জে। রাস্তার উপরেই টায়ার জ্বালিয়ে চরম বিক্ষোভ শুরু করলেন বিজেপি কর্মী সমর্থকেরা৷
অবশেষে এলেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী, অকপটে দিলেন ভাইরাল ভিডিওর জবাব
আন্দোলনকারী বিজেপি নেতৃত্বের অভিযোগ, মানুষের গণতন্ত্র যখন হারিয়ে যায় তখন মানুষ পথে নামতে বাধ্য হয়৷ বিজেপির শীর্ষ নেতৃত্ব যেভাবে বহিরাগত প্রার্থীকে চাপিয়ে দিয়েছে তা কোনও ভাবেই মানা হবে না। মহিলা আন্দোলনকারীদের হুঁশিয়ারি, সৌমেন রায়কে আমরা মানছি না। কারণ সে চরিত্রহীন৷ মেয়েরা কেউ নিজেদের সুরক্ষিত মনে করছেন না। তাই আমরা এই প্রার্থীকে কোনও ভাবেই মেনে নিচ্ছি না। প্রার্থী এলাকায় ঢুকলে ঝাঁটা, জুতো দিয়ে স্বাগত জানানো হবে। কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার যেকোনও ভূমিপুত্রকে প্রার্থী করা হোক বলে দাবি জানান আন্দোলনকারীরা।