রায়গঞ্জ

বিধায়কের মৃত্যুতে মঙ্গলবার ১২ ঘন্টার উত্তর দিনাজপুর বনধের ডাক বিজেপির

বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যু। খুনের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি বিজেপির। ১২ ঘন্টা বনধের ডাক উত্তর দিনাজপুরে।

Bengal Live রায়গঞ্জঃ মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলায় ১২ ঘন্টা বনধের ডাক বিজেপির। হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে খুন করা হয়েছে। এমন অভিযোগ তুলে মঙ্গলবার জেলাজুড়ে ১২ ঘন্টা বনধের ডাক দিল বিজেপি। দলের জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী উত্তর দিনাজপুর বনধের ডাক দেন।

সোমবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বন্ধ দোকানের সামনে বিধায়কের ঝুলন্ত মৃতদেহ দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হেমতাবাদের বালিয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ জেলা পুলিশের বিশাল বাহিনী। তদন্তে নামানো হয় পুলিশ কুকুর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এদিকে বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। তৃণমূল কংগ্রেস ও সিপিএমের দিকে সন্দেহের আঙুল তোলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচন করতে সিবিআই তদন্তের দাবি জানান তিনি।

বিজেপির অভিযোগ ভিত্তিহীন দাবি করে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, বিধায়কের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পুরো ঘটনাটি সামনে চলে আসবে। খুন নাকি আত্মহত্যা সবটাই পরিষ্কার হয়ে যাবে।

পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা সিপিএম সম্পাদক অপূর্ব পাল। তিনি বলেন, যে কোনও মৃত্যুই মর্মান্তিক। বিজেপির অভিযোগ ভিত্তিহীন। বিধায়কের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি।

Related News

Back to top button