কালিয়াগঞ্জ থানার সামনে বিজেপির বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

অভিযোগ, গৃহবধূ ধর্ষণ ও খুনের মামলায় পলাতক অভিযুক্তরা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী৷ পুলিশ তাদের বাঁচানোর চেষ্টা করছে৷
চোরাই মোবাইল সহ গ্রেপ্তার দুই, উদ্ধার চার লক্ষ টাকা মূল্যের ব্র্যাণ্ডেড ফোন
Bengal Live কালিয়াগঞ্জঃ গৃহবধূ ধর্ষণ ও খুন কান্ডে অধরা অভিযুক্তরা। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ ও ধর্ণা আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, যুব মোর্চার জেলা সভাপতি গৌতম বিশ্বাস, বিজেপি নেতা নিমাই কবিরাজ সহ অন্যান্যরা৷
SBI-তে ২০০০ শূন্যপদে কর্মী নিয়োগ
বিশ্বজিৎ লাহিড়ীর অভিযোগ, নসিরহাট দাসপাড়ায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এক গৃহবধূকে ধর্ষণ করে খুন করে। ঘটনায় দুইজনকে পুলিশ গ্রেপ্তার করলেও পুলিশের মদতে হাসপাতাল থেকে তারা পালিয়ে যায়। অভিযুক্তরা তৃণমূলের লোক হওয়ায় পুলিশ তাদের বাঁচানোর চেষ্টা করছে। দ্রুত দোষীদের পুলিশ গ্রেপ্তার না করলে আগামীতে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। এদিন এই ঘটনার প্রতিবাদেই থানার সামনে বিক্ষোভ আন্দোলনে নেমেছেন বলে জানিয়েছেন বিশ্বজিৎ লাহিড়ী।